মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ অপরাহ্ন
শাকিল ইসলাম- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে এমপি নির্বাচনের ঘোষণা দিলেন মাহমুদুল হাসান শিহাব। তিনি কিশোরগঞ্জ উপজেলার ৯নং মাগুড়া ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান ও অবিসংবাদিত নেতা লেবু মিঞার দৌহিত্র এবং ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মোজাহার হোসেনের ছেলে।
গত বৃহস্পতিবার তিনি নির্বাচন করার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হবেন নাকি কোন দলের ব্যানারে ভোট করবেন এবিষয়ে তিনি এখনো কিছু জানাননি।
এবিষয়ে কথা হলে তিনি এই প্রতিবেদকে জানান- আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা চেয়ারম্যান ছিল এবং আমিও চেয়ারম্যান ছিলাম। আমি জনগণের পালস বুঝি। আমি এবারেও চেয়ারম্যান নির্বাচিত হতাম।
কিন্তু কৌশলে আমাকে হারানো হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবো। এসময় তিনি সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।