সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শাহজাহান ইসলাম লেলিন- শিক্ষানবিশ প্রতিনিধিঃ
নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মেলাবর টটুয়ার ডাঙায় চলছে দি গ্রেড রওশন সার্কাস খেলার নামে অশ্লীলতার নাচ। যা সমাজের চোখে খারাপ বলে মনে করেন সচেতন মহলের মানুষেরা।
দি গ্রেড রওশন সার্কাস খেলা ধুলার নাম করে ১০ দিনের পারমিশন নেন জেলা প্রশাসকের কাছ থেকে। শুধু সার্কাস খেলা ধুলা চলবে বলে পারমিশন দেন নীলফামারী জেলা প্রসাশক কিন্তু সেখানে গিয়ে দেখা যায় খেলাধুলা যেমন তেমন চললেও দর্শকের মন মাতিয়েছেন অশ্লীলতার ডান্স এর মাধ্যমে।
স্থানীয়দের অভিযোগ যে সামনে ছোটো বাচ্চাদের এসএসসি পরীক্ষা। এভাবে এই সব নোংরা ও অশ্লীলতা ডান্স চলতে থাকলে বাচ্চারা নষ্টের মুখে পড়বেন বলে মনে করেন এসএসসি শিক্ষার্থীদের অভিভাবকরা।
এসএসসি শিক্ষার্থীদের অভিভাবকরা আরো বলেন- আমরা জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত সার্কাসের নামে নোংরা অশ্লীলতার ডান্স বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন
সার্কাস প্রদর্শনীর অশ্লীলতার নোংরামি শো দেখতে হাজার হাজার ছোট থেকে বড় লোকেরাও এই নোংরামিতে মেতেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ভাবে এই সার্কাস খেলার নামে অশ্লীলতা চলতে থাকলে এলাকার ছোট বাচ্চারাও নষ্টের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন সচেতন মহলের সাধারণ মানুষেরা।
স্থানীয় লোকজনের দাবি যত দ্রুত সম্ভব সামনে যেহেতু এস এস সি পরীক্ষা সে ক্ষেত্রে এই অশ্লীলতার নোংরামি সার্কাসটি বন্ধ করে দেওয়া হোক। জেলা প্রশাসকের কাছে আমাদের এটাই দাবি।
উক্ত দি গ্রেড রওশন সার্কাস খেলার দায়িত্বরত ম্যানেজিং কমিটির সাথে কথা বলার চেষ্টা করলে তারা এই বিষয়ে কোন রকমের কথা বলতে পারবেন না বলে জানান।