বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
পরিবেশ প্রকৃতির দুর্যোগ মোকাবেলাসহ জলবায়ুর বিরূপ প্রভাব রোধে গাছ অপরিহার্য। তাই “একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে পরিবেশবান্ধব (ইকো ভিলেজ) গ্রাম গঠনের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে মুন্সিপাড়া গ্রাম উন্নয়ন কমিটির অর্থায়নে ২টি গ্রামের ৫০টি সুবিধাভোগী পরিবারে পেয়ারার চারা বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এতে উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দি গ্রেনেড বাবু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ, লিপি আক্তার, কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বালাদেশ এর প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারী, মিন্টু বিশ্বাস, গ্রাম উন্নয়ন কমিটি’র সভাপতি এনামুল হক প্রমুখ।পাশাপাশি নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর ফেডারেশন চত্বরে ৫০টি সুবিধাভোগীদের মাঝে সজনে চারা বিতরণ করা হয়।