রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বাংলাদেশ আ‘লীগ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় শফি মিয়া মর্ডান মার্কেটে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ‘লীগের সভাপতি জাকির হোসেন বাবুল‘র সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন- সহঃ সভাপতি ছাইয়েদ হোসেন সাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মন্ডল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান রশিদুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজলে রহমান, http://বাংলাদেশ আওয়ামী লীগউপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহঃ সভাপতি আসাদুজ্জামান চিলু, সহঃ সভাপতি রাশেদুর রহমান রাশেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মিথুন রায়, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরফিন সপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী বাবু প্রতাপ চন্দ্র রায় প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।