বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
শাহজাহান ইসলাম লেলিন- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ-টেংগনমারী রাস্তার দু‘পাশে চোখে পড়ে সারি সারি সবুজ গাছের সমাহার। কিশোরগঞ্জ-টেংগনমারী পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা জুড়ে এ গাছ লাগানো হয়েছে।
সুন্দর পৃথিবীকে অক্সিজেনের ঘারতি মেঠাতে ও পরিবেশ বান্ধব করাতে গাছ লাগানোর কোনে বিকল্প নেই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় দেশের মোট ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। গাছ মানুষের বন্ধু। পরিবেশের অন্যতম উপাদান গাছ।সেখামে রয়েছে মেহগনী, তুত ও নানান প্রকার গাছ।
এ বিষয়ে পথচারীরা বলেন- আগের তুলনায় রাস্তায় চললে কম রোদ গায়ে লাগে। সুন্দর লাগে রাস্তার সবুজের সমাহার বিস্তাররে। এই গাছগুলো সংরক্ষণ করতে মানুষ সচেতন হওয়ার পাশাপাশি কতৃপক্ষকে বরাবরই চোখ রাখতে হবে।
আগামীতে গাছগুলো পরিবেশ বান্ধবের পাশাপাশি মানুষের অক্সিজেনের চাহিদা মিঠাবে। এতে পরিবেশ ও মানুষ উপকৃত হবে। সরকারের এমন উদ্দ্যক কে সাদু বাদ জানাচ্ছে অনেকেই। এটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই বন ও জীবিকা সুফল এর একটি প্রকল্প।