শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র মহাসমাবেশে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশের মধ্য দিয়েই দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী যাত্রা শুরু করছে আওয়ামী লীগ।
ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছান শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে। তাকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। এসময় হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
বরাবরই আগস্ট মাসের শেষ দিনে শোক দিবস নিয়ে স্মরণ সভার আয়োজন করে থাকে ছাত্রলীগ। এবারের প্রস্তুতিও ছিল সে রকমই। এইচএসসি পরীক্ষা থাকায় একদিন পেছানো হয়।
নির্বাচনী আবহের প্রেক্ষাপটে শুধু স্মরণ সভার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র জমায়েতকে মহাসমাবেশে রূপ দিয়েছে ছাত্রলীগ। ইতোমধ্যেই সেই প্রচার ঢাকা শহর ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মাদ্রাসাগুলোতেও।
আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় নির্বাচন সামনে রেখে এই সমাবেশে ছাত্রসমাজের প্রতি বার্তা দেবেন শেখ হাসিনা।
সমাবেশে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ছাত্রলীগের সাবেক নেতারাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী যোগ দিয়েছেন সমাবেশে।
এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্র মহাসমাবেশে আসতে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন।
ছাত্রলীগের মহাসমাবেশ দিয়ে শুরু হচ্ছে নির্বাচনী যাত্রাছাত্রলীগের মহাসমাবেশ দিয়ে শুরু হচ্ছে নির্বাচনী যাত্রা ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঐতিহাসিক উদ্যানটি।
বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। ভোটের সমানে রেখে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতেই ছাত্র মহাসমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ।
দুপুরের মধ্যে সমাবেশে অংশ নিতে ছাত্রলীগের ১৩৬টি ইউনিট আলাদা আলাদা পোস্টার-ব্যানার আর রং-বেরঙের টুপি পরে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এদিকে, ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি পয়েন্টে সকাল থেকে রাস্তা বন্ধ রেখেছে ঢাকা মহানগর পুলিশ।
সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com