সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
জলঢাকায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সাথে উপজেলার রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পেশার ষুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আঃ ওয়াহেদ বাহাদুর।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ শামীম, পৌর মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, উপজেলা ভাইস্ চেয়ারম্যান গোলাম আযম এলিচ, উপজেলা কৃষি অফিসার সুমন আহম্মদ, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম(তদন্ত), জাতীয় পার্টি উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইদার রহমান বুলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জসিয়ার রহমান,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃমজিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ধ সাধারন সম্পাদক সারোয়ার হোসেন সাদের জলঢাকা ষরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্শ মহিউদ্দিন, বিএমআই কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার চন্ঞ্চল কুমার ভৌমিক সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের যুগ্ধ সম্পাদক হাসানুর কাবীর মেহেদী, সহঃ সাধারন সম্পাদক আবেদ আলী সদষ্য মাইদুল হাসান, তাইজুল ইসলাম তাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাংবাদিক আসাদুজ্জামান স্টালিন, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান সুমন, এরশাদ আলম, বাংলাদেশ প্রেসক্লাবের আযম বাদশা সাবু সহ বিভিন্ন পেশার সুধীজন।
পরিচিতিপর্ব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- যে কোন সমস্যায় উপজেলাবাসীর জন্য আমার দুয়ার খোলা থাকবে এবং আপনাদের সকলের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ হিসাবে জলঢাকারও সকল সমস্যা সমাধান করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।