বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুলস (জেমস) প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।https://www.ungei.org/publication/gender-equity-movement-schools
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার সাজেদুর রহমান ও এফও বেলাল হোসেন প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেইনার মমতাজ মহল ও ওসমান গনী।
প্রশিক্ষণে বিদ্যালয়ে জেন্ডার সমতা কার্যক্রম বাস্তবায়ন কৌশল, বয়ঃসন্ধি কালীন পরিবর্তন সম্পর্কে ধারনা প্রদানে সক্ষমতা তৈরী, আবেগ ও সম্পর্ক এবং দ্বন্দ্ব নিরসনে কৌশল প্রয়োগের দক্ষতা তৈরী, সহিংসতা ও এর ক্ষতিকর দিক এবং প্রতিরোধ সম্পর্কিত বিষয়বস্তু উপস্থাপন এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ইং সম্পর্কিত ধারনা প্রদান করা হয়। জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণ করছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com