শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে পরেশ চন্দ্র রায় সভাপতি ও ধনেশ্বর রায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮১জন ভোটার ব্যালটে সীল মেরে তারা সভাপতি সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি পদে পরেশ চন্দ্র রায় চাকা মার্কায় ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি সাতাউ চন্দ্র রায় ছাতা মার্কায় ৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারন সম্পাদক পদে ধনেশ্বর রায় মাছ মার্কায় ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোরগ মার্কায় ৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সভাপতি সম্পাদক ছাড়াও দীপচাঁন চন্দ্র রায় ফুটবল মার্কায় ৬০ ভোট পেয়ে সহঃ সভাপতি পদে নির্বাচিত হন। এছাড়াও প্রদীপ চন্দ্র রায় ও ম্রী রাখাল চন্দ্র রায় বিনা প্রতিদ্বন্দিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন। উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রেজাউল করিম ও জেলা সমবায় পরিদর্শক নাজিমুল হক চৌধুরী নির্বাচনটি পরিচালনা করেন।