বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণি এলাকা থেকে আইস ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সাইফুল ইসলাম ওরফে সবুজ, মোঃ সোলেমান হক ভূইয়া, সাজ্জাদ আমিন মুন্না ও মোঃ আতিকুল ইসলাম মিন্টু।
গতকাল বুধবার ১লা জুন ২০২২ইং সকাল ৮টা ১৫ ঘটিকায় উত্তরার ৭নং সেক্টরের রবীন্দ্র সরণির নিউ রাধুনী রেঁস্তোরার সামনে থেকে আইস ও ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস গণমাধ্যম কর্মীদের জানান- বুধবার এসআই মোঃ নাজমুল হক থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ পান যে, রবীন্দ্র সরণি এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ আরো বলেন- পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়- গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলামের নামে উত্তরা পশ্চিম থানায়, মোঃ সোলেমান হক ভূইয়ার নামে পল্লবী থানায় ও মোঃ আতিকুল ইসলাম মিন্টুর নামে কদমতলী থানায় একটি করে মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আর এবার মাদকসহ গ্রেফতার হওয়ায় আরো একটি মামলা যুক্ত হলো।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com