শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার। এনআই এক্টের মামলায় ছয়মাসের সশ্রম কারাদণ্ড ও ৩,০০,০০০ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ হায়দার আলীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ হায়দার আলী নড়াইল জেলার সদর থানার চাকই গ্রামের মৃত রমজান আলী এর ছেলে।
বুধবার (১৫ মে) বিকালে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র, এএসআই(নিঃ) সোহেল রানা ও এএসআই (নিঃ) সুশান্ত রায় সহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানাধীন খড়রিয়া বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com