শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
শামীম ইসলাম- ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলাকে তামাক চাষমুক্ত করার লক্ষে তামাক চাষীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
ডিমলা উপজেলার তামাক চাষীদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা ভাইস্ চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি লাইছুর রহমান প্রমুখ। আলোচনা সভায় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, ডিমলা উপজেলাকে তামাক চাষমুক্ত করতে আমি জাতীয় সংসদে কথা বলেছি।
ডিমলার তামাক চাষীরা তামাক চাষ বাদ দিয়ে অন্য লাভজনক চাষাবাদ করলে তাদের একান্ত সহযোগিতায় ডিমলা উপজেলাকে তামাক চাষমুক্ত করা সম্ভব। তিনি ডিমলা উপজেলাকে তামাক চাষমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমরা প্রশাসনিক ভাবে ডিমলা উপজেলাকে তামাক চাষমুক্ত করতে বিভিন্ন গণ সচেতনতা মুলক পদক্ষেপ গ্রহন করছি। তবে এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন- ডিমলা উপজেলাকে তামাক চাষমুক্ত করার লক্ষে তামাক চাষীদের নিরুৎসাহিত করার করতে উপজেলা কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে মামনীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন স্যার সার্বক্ষনিক আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। আমারা সে অনুযায়ী তামাক চাষের পরিবর্তে তামাক চাষীদের কভিাবে অন্য ফসল ফলিয়ে লাভবান করা যায় সে বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি। তবে এ বিষয়ে তামাকচাষীসহ সকলের সহযোগিতার প্রয়োজন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com