বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নীলফামারী ডোমার থানা পুলিশের উদ্যোগে সুদৃশ্য বসতঘর পেয়েছেন ডোমার থানাধীন হতদরিদ্র লাইলী বেগম,মৃত মোজাম্মেল হকের ইস্ত্রী। লাইলী বেগম ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা মোজালপাড়া গ্রামের বাসিন্দা।
রোববার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশের ন্যায় ডোমার থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে- মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসাবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে গৃহ নির্মাণের উদ্যোগ নেয়।
এ প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ডোমার থানায় আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি সুদৃশ্য গৃহ নির্মাণ করা হয়। নির্মাণাধীন গৃহে সাবমার্সিবল পাম্প স্থাপনের মাধ্যমে পানির ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং প্রতিটি কক্ষে বৈদূতিক লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও নির্যাতনের শিকার নারীদের জন্য খোলা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক। যেখানে একজন নারী পুলিশ সদস্যের কাছে ভুক্তভোগী নারী নিজে এসে নির্যাতনের বর্ণনাসহ নানা সেবা নিতে পারবেন।
উপকারভোগী লাইলী বেগম বলেন- ডোমার থানার পুলিশ আমাকে ঘর উপহার দিয়েছেন। যা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমার কাছে হস্তান্তর করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম বলেন- মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক আইজিপি স্যার এবং নীলফামারী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মেনে গৃহহীন একটি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে, যা প্রধানমন্ত্রী ইতোমধ্যে উপকার ভোগীদের কাছে হস্তান্তর করেছেন।
এছাড়াও আলাদা একটি কক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এই ডেস্কে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন একজন নারী পুলিশ কর্মকর্তা।