শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
কয়েক বন্ধু মিলে বিনা টিকিটে পার্কে ঢোকায় মধ্যযুগীয় কায়দায় দমশ শ্রেণির ছাত্রকে মারপিটের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। ঘটনার ২২ দিন পর সাংবাদিক ডেকে ইভটিজিং এর অভিযোগ তোলা হয়েছে ওই ছাত্রদের বিরুদ্ধে।
গত ৮ই মে নীলফামারী এআর জেনারেল স্কুলের দশম শ্রেণির ছাত্র সিয়াম ও তার কয়েক বন্ধু শহরের দরবেশ পাড়ায় গড়ে ওঠা নতুন পার্কে (বাগান বাড়ি) বেড়াতে যায়। তাদের কাছে টাকা না থাকায় তারা বিনা টিকিটে বাগানে প্রবেশ করলেও পার্কের লোকজনের হাতে ধরা পড়ে যায়। এসময় বন্ধুরা পালাতে পারলেও সিয়ামকে পার্কের লোকজন তাদের মালিক মাহমুদ আরেফিন চৌধুরীর কাছে নিয়ে যান।
এসময় সিয়ামকে পার্কের পিছনে থাকা গরুর ফার্মে নিয়ে গিয়ে সিয়ামের শত আকুতি মিনতি উপেক্ষা করে বেদম মারপিট করে ফার্মের নোংরা পানিতে মাথা চুবিয়ে ধরে নোংরা পানি খাওয়াতে বাধ্য করা হয় বলে সিয়ামের মা আফিয়া আক্তার স্মৃতি হাসপাতালে সাংবাদিকদের অভিযোগ করেন। ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
দৈনিক আমার সংবাদসহ বিভিন্ন পত্রিকায় এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়। এদিকে সোমবার ৩০ মে ঘটনার ২২ দিন পর ঐ বাগান বাড়িতে সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে সেদিনের ঘটনা ছাত্রদের ইভটিজিং এর কারনেই ঘটেছিল বলে দাবী করে বক্তব্য রাখেন- ঘটনায় অভিযুক্ত মাহমুদ আরেফিন চৌধুরী নবাবের ছোট ভাই মাইনুল আরেফিন চৌধুরী।
অপর দিকে বন বিভাগের কোন অনুমতি ছাড়াই পার্ক মালিক পার্কে (বাগান বাড়িতে) বণ্যপ্রাণী রাখার অভিযোগ ক্ষতিয়ে দেখার দাবী করেছেন স্থানীয়রা।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com