বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোরে ২৩শে মার্চ বুধবার বিকালে কেন্দ্র কমিটির নির্দেশে সারা দেশের ন্যায় উপজেলার জাতীয় পার্টির আয়োজনে দ্রব্যমূল্য লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন- কেন্দ্র কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলার সহঃ সভাপতি খায়রুল আলম চৌধুরী, উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন- জাতীয় যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহঃ সভাপতি গফুর আলী,সাধারণ সম্পাদক ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ সহ জাতীয় পার্টির বিভিন্ন পদে থাকা নেতা কর্মী বৃন্দ জাতীয় মহিলা পার্টি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টি।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- চাল, ডাল তৈল, চিনি, গ্যাস, বিদ্যুৎ ঔষধ ইত্যাদি সহ দ্রব্যমূল্য লাগামহীন এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।নইলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com