শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
রুহুল আমিন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য মঙ্গলবার ২৯শে মার্চ ২০২২ইং তারিখ দিবাগত-রাত ৮টা ৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার বাসষ্টান্ডে মেসার্স মোস্তফা ট্রেডার্সএর সামনে বগুড়া হইতে নওগাঁ গামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা কালে কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামদ্বয়ের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অপারেশন পরিচালনা কালীন যথাক্রমে, (ক) জব্দকৃত মাইক্রোবাসের ভিতর হইতে শুকনো গাঁজা ৬২ কেজি যাহার অনুমানিক মূল্য (১৮,৬০,০০০/- (আঠার লক্ষ ষাট হাজার) টাকা), (খ) কালো রংয়ের TOYOTA HIACE মাইক্রোবাস- ১টি, (গ) মোবাইল – ১০টি (গ) সিমকার্ড- ১৭টি, (ঘ) মোমেরী কার্ড- ০৫ টি, (ঙ) গাড়ীর বিভিন্ন কাগজপত্র জব্দমূলে উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- ১। মোঃ সোহেল মিয়া(২৮), পিতা- মৃত আবুল হোসেন, সাং- অশকতলা, ২। মোঃ জুয়েল আহম্মেদ(২৪) (ড্রাইভার), পিতা- মৃত আঃ হামিদ, সাং- বল্লভপুর, ৩। মোঃ কাউছার আহম্মেদ(২৩), পিতা- মোঃ আনোয়ার হোসেন সাং- মনশাসন, ৪। মোঃ নিয়ামত হোসেন(২৫), পিতা- মৃত জাহান মিয়া, সাং- সাতরা, সর্বথানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, ৫। মোঃ রুহুল আমিন(২৫), পিতা- মোঃ আবুল কাশেম, ৬। মোঃ শাকিল আহম্মেদ(২৫), পিতা- মৃত শহিদ মিয়া, ৭। মোছাঃ সাদিয়া আক্তার(১৯), স্বামী- মোঃ শাকিল আহম্মেদ, পিতা- মৃত শহিদুল হক মিথুন, সর্বসাং- বালিয়াহুরা, ৮। মোঃ খোরশেদ আলম(২৭), পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং- কৈখলা, সর্বথানা- কসবা, জেল- জেলাব্রাহ্মণবাড়ীয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা জব্দকৃত এই বিপুল পরিমাণ আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসে পরিবহন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে মাইক্রোবাসসহ মাদকদ্রব্য গাঁজ উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার ২৯শে মার্চ ২০২২ইং তারিখ বেলা ১১টা ২ ঘটিকার দিকে সিপিসি- ২ নাটোর, র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয়- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com