বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধণ বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, যুবলীগ জেগে উঠেছে আর থামানো যাবে না। যে লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো সে উদ্দেশ্য ধরে রেখেছে সংগঠনটি।
এসময় জেলা যুবলীগের সহঃ সভাপতি মার্জিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি রাখাল রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এরআগে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।
সমাবেশে মূল মঞ্চের সামনে বিশাল আকৃতির নৌকা বানানো হয়েছে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আতশবাতি প্রজ্জ্বলন করা হয়। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, অনুষ্ঠানে দরিদ্র ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় প্রধান অতিথির হাত দিয়ে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com