সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
“আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার ১৯শে নভেম্বর বিকাল চারটায় রংপুর টাউন হল রঙ্গপুর সাহিত্য পরিষদে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাম্মানা জামান এর সঞ্চালনায় এবং জেলা শাখার সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম।
উক্ত মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় নারীদের প্রতি অন্যায়, সংহিংসতা, বৈষম্য তুলে ধরে এর প্রতিরোধ বিষয়ে মত পোষন করেন উপস্থিত সকলে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ডাক্তার, অ্যাডভোকেট, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ।