শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে কলার ভেলায় চারালকাটা নদী পারাপার হওয়ার সময় নদীতে ডুবে সজিব নামের ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(২৫ মে) বিকালে সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা হাজিটারী গ্রামে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে সন্ধ্যায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটি ওই এলাকার অলিজার রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়- শিশুটি বেলা ৩টার দিকে বড় বোন লিসা(১৩) সহ কলার ভেলায় করে নদীতে ঘুরছিল। হঠাৎ করে কলার ভেলা নদীর পানিতে উল্টে গেলে দুই ভাইবোন তলিয়ে যায়।
এলাকাবাসী দেখতে পেয়ে নদীতে নেমে জীবিত অবস্থায় লিসাকে উদ্ধার করলেও সজিবকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সজিবের মরদেহ ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দুর হতে উদ্ধার করে।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com