সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে জুয়া খেলার দায়ে তিন জন কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার ২৩শে নভেম্বর দিবাগত রাতে বামুনিয়া ইউনিয়নের কাচারী বাজার থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বারবিশা বামুনিয়া ও মৌজা বামুনিয়া এলাকার মৃত আঃ আজিজ এর ছেলে মোঃ মানিক মিয়া(৪২), মৃত ইছামুদ্দিনের ছেলে মোঃ মোতালেব হোসেন(৩৫) ও মোঃ শফিউল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম(৩৪)।
এসময় জুয়া খেলার সরঞ্জাম তাস ও এক হাজার সাতশ টাকা উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের নামে নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা নং-০৯ তারিখ- ২৩/১১/২০২২। মামলা সংক্রান্ত বিষয় বিজ্ঞ আদালতে প্রেরনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।