বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রথমবারের মত দুই দিন ব্যাপী বই মেলার শুভ উদ্বোধন হয়েছে। সোমবার ২৮শে মার্চ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে বই মেলার শুভ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মমতাজুল হক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এ্যাড. আলফারুক আব্দুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার জানান- নীলফামারীতে তার কর্মজীবনে প্রথমবারের মত আদালত প্রাঙ্গণে তিনি বই মেলার আয়োজন দেখছে। এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য তিনি জেলা আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানান। সেই সাথে এইরকম মেলার আয়োজন অব্যাহত রাখা ও ভবিষ্যতে মেলার পরিধি আরো বড় করে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ও আরো নানা ধরনের বইয়ের স্টল দিয়ে মেলার আয়োজন করার আহবান জানান।
সঞ্চালনার এক পর্যায়ে এ্যাডঃ আলফারুক আব্দুল লতিফ বলেন- জেলা আইনজীবী সমিতির বর্তমান লাইব্রেরী সম্পাদক এ্যাডঃ মোঃ গোলাম মোস্তফা সজীবের ঐকান্তিক প্রচেষ্টা ও কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে আজকে এই বই মেলার শুভ উদ্বোধন হলো । সেজন্য জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তাকে মোবারকবাদ জানাই।
এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সিনিয়র বিচারক মোঃ মুনসুর আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মাহাবুবুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদ হাসান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) খন্দকার এ.টি.এম তোফায়েল, সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান, সহদেব চন্দ্র রায়, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ উৎপল ঘোষ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবির, জাহিদ হাসান, সিনিয়র সহকারী জজ সৈয়দপুর মোঃ সোহাগ আলী, সহকারী জজ কিশোরগঞ্জ জয় কিশোর নাগ, জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক সম্পাদক এ্যাডঃ আল মাসুদ চৌধুরী, কোষাধক্ষ্য এ.টি.এম ফেরদৌস আলম, লাইব্রেরী সম্পাদক গোলাম মোস্তফা সজীব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় লেখক ও আইনজীবী জাহাঙ্গীর আলম সরকারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। দুইদিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার সমাপনী আগামীকাল হবে। উল্লেখ্য যে, এর আগে এরকম কোনো মেলার আয়োজন করা হয় নি আইনজীবী প্রাঙ্গনে। এবারই প্রথম এরকম বই মেলার আয়োজন করে আইনজীবী সমিতি।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com