সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ভূ সম্পত্তি উদ্ধার, দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিতে পূর্ণবহাল ও সংবাদকর্মীদের নিরাপত্তার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০শে নভেম্বর দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কম্পেøক্সের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।
মানববন্ধনে ‘সচেতন নাগরিক সমাজ’ এর সমন্বয়ক সংবাদকর্মী মোতালেব হোসেন হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সৈয়দপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রুহুল আলম মাষ্টার, ভোরের কাগজের প্রতিনিধি জিকরুল হক ও উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন- সৈয়দপুর রেলওয়ের মহামূল্যবান ভূ সম্পত্তি উদ্ধারে চীফ স্টেট অফিসারের দূর্নীতি বিচার করতে হবে। দুদক নোটিশপ্রাপ্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেনো গ্রহণ হচ্ছে না তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সৈয়দপুরে প্রভাবশালী নেতাদের রেলের যায়গা দখল করে নির্মাণকৃত সকল অবৈধ বহুতল ভবন সরকারি ভাবে বাজেয়াপ্ত এবং দূর্নীতির বিরুদ্ধে লড়াই করা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে সসম্মানে চাকরিতে পূর্ণবহাল সহ রেলের দূর্নীতি ও সত্য সংবাদ পরিবেশনকারী সংবাদকর্মীদের রাষ্ট্র কর্তৃক নিরাপত্তার দাবি জানান বক্তারা।