রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
আব্দুল মোমিন- সদর(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীতে শহর সমাজসেবার কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ ও ৩১শে মার্চ ২০২২ইং দুই দিনব্যাপী নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ, জেলা প্রবেশন অফিসার মোঃ ফরহাদ হোসেন প্রমুখ । উক্ত কর্মশালার সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন নীলফামারী শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন।
নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম সমাজসেবা কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকার ভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
নীলফামারী জেলা সমাজসেবার উপ পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক শহর সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণ, কর্মদল গঠনের মাধ্যমে সংগঠিত করণ, দলীয় সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং সঞ্চয় সৃষ্টির মাধ্যমে নিজস্ব তহবিল গঠন সম্পর্কে বক্তব্য রাখেন।
নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক নুসরাত ফাতেমা বলেন- সুদমুক্ত ক্ষুদ্রঋণের উদ্দেশ্য শহর সমাজসেবা অফিস থেকে যে ক্ষুদ্র ঋণ নেওয়া হয় তার যেন সঠিকভাবে ব্যাবহার করা হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য ঋণগ্রহীতাদের পরামর্শ প্রদান করেন।
নীলফামারী শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শহর সমাজসেবার বিভিন্ন সুযোগ-সুবিধার পরিচিতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও এলাকার পিছিয়ে পড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের অভিলক্ষ্যে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে সংগঠিতকরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন।