শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
নাসির উদ্দীন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
শুক্রবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শৌলমারী ইউনিয়ন শাখা গঠন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোনাব্বেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহঃ সভাপতি ও জলঢাকা আহবায়ক শাহাজাহান কবির লেলিন।
প্রধান আলোচক ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন বিশেষ অতিথি ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাফিজুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন- শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মজনুর রহমান মজনু, মোকছেদুল ইসলাম, খায়রুল ইসলাম, লিপু মিয়া, জয়নাল হোসেন, সুশান্ত রায়, সতন রায়, প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মোনাব্বেরুল ইসলামকে আহবায়ক,ও মনজুর রহমান মজনুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।
এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন কমিটির সন্মেলন করার জন্য অনুমোদন প্রদান করে স্বাক্ষর করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান কবির লেলিন ও সদস্য সচিব আলমগীর হোসেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com