বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
পৃথিবীর সবচেয়ে আদর মাখা মধুরতম ডাক ‘মা’। একটি মাত্র বর্ণ দিয়ে তৈরি এই শব্দ শুনতে যেমন মধুর,বলতেও তেমন মধুর।
ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালবাসা।তাইতো মমতাময়ী জন্মদাত্রী মায়ের সম্মানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে বিশ্ব ‘মা’ দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তার,সমবায় অফিসার জাকিয়া ফারহানা প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ও আগত মায়েরা।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার বলেন- একজন মা আতুঁর ঘর থেকে শুর করে সমাজের নানা প্রতিকলতা ও অসঙ্গতির মাঝেও সন্তানকে সাফল্যের দিকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করেন। ব্রত থাকেন।
এমন দৃষ্টান্ত মায়ের প্রতি বৈরী দৃষ্টিসম্পন্ন এই সমাজে প্রচুর। একজন মা সন্তানকে নিয়ে কী ভাবছেন, কী চেষ্টা করছেন এমন ঘটনাকে অনুপ্রেরণার দৃষ্টিতে না দেখে, প্রশংসিত না করে আমরা কেবল সেই মা কে অবহেলা ও অবজ্ঞা করি।
যার মা নেই ত্রিভুবনে তার কিছু নেই। সেই সর্বোচ্চ সম্মানের অধিকারী পৃথিবীর আলোকিত মুখ, গর্ভধারিনী মাকে শেষ শয্যা পর্যন্ত মাতৃত্বের মর্যাদা দিতে উদ্যত আহ্বান জানান।