মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর সোনারায় সংগলশী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (২১ আগস্ট) সকালে অধ্যক্ষের নানা-অনিয়মের বিরুদ্ধে কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্নাতকের শিক্ষার্থী আবু সাঈদ পিয়াল, নাজিয়া আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আলিফ শাহ, মোছা. হাওয়া বিন রুশি, আফরিন জাহান রিয়া, একাদশ শ্রেণীর শিক্ষার্থী শামিমা আক্তার সহ আরও অনেকে।
এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ আব্দুল মজিদের পদত্যাগ’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। তারা জানান, অধ্যক্ষ তার দলীয় প্রভাব খাটিয়ে মাসের পর মাস প্রতিষ্ঠানে আসে না। অথচ প্রতি মাসে তিনি ঠিকই বেতনের টাকা উঠান। যার ফলে শিক্ষার্থীরা নানা সময়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। ভর্তি, ফরম-ফিলাপ, মাসিক বেতনের সময় আসলেই তিনি সক্রিয় হয়ে উঠেন। সরকার নির্ধারিত ফিয়ের অতিরিক্ত আদায় করেন।
এছাড়াও প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের টাকা নাম মাত্র কাজ করে অর্থ আত্মসাত করেছেন। তাই তাদের প্রতিষ্ঠানে কোনো অনিয়ম দুর্নীতিকারীদের ঠাঁই নেই বলে তারা অতিদ্রুত অধ্যক্ষ আব্দুল মজিদের পদত্যাগের দাবি করেন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি হাতে নিবেন বলে হুঁশিয়ারি দেন।
জানতে চাইলে সোনারায় সংগলশী কলেজের উপাধ্যক্ষ মো. ইমদাদুল হক বলেন,’শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি তাদের দাবির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যার ফলে তারা সাময়িকভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছেন।
এসময় শিক্ষকদের দৈনন্দিন হাজিরা খাতা দেখে জানা যায় প্রায় ছয় মাসে তিনি ২৫দিনও প্রতিষ্ঠানে আসেনি। এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল মজিদের মুঠোফোনে কথা হলে তিনি বলেন,অধ্যক্ষের হাজিরা খাতায় স্বাক্ষর করা বাধ্যতামূলক নয়। আমি প্রতিদিন প্রতিষ্ঠানে গিয়েছি বলেই ফোন কেটে দেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com