শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মোঃ রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ সদস্যরা। সোমবার ২৫শে এপ্রিল বিকেলে নড়াইল সদর উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল শেখ আউড়িয়া ইউনিয়নের তালতলা গ্রামের মোঃ রবিউল শেখ রবির ছেলে। সোমবার রাতে র্যাব-৬ খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৬‘র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মোঃ রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র্যাবের কাছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com