শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন
আবু ইউসুফ- ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কোভিট-১৯ প্রাদূর্ভাবে লক ডাউনে বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন মহামারী দ্বারপ্রান্তে, ঠিক সেই সময় রতন গঞ্জে মাদক সেবনে অভয় অরন্য।
সন্ধ্যা লাগলেই সুইজ গেটের নতুন ব্রিজ, এিমহনী বাজারে দোলালের দোকানের সামনে ব্রিজে ও রতন গঞ্জ স্কুল ঘেটে,মাদক বেচাকেনা চলে মধ্য রাত পর্যন্ত। এই সব হট ইস্পট থেকে মানুষ এই ভয়াবহ, মাদকের দিকে ধাবিত হচ্ছে কিশোর ও তরুণ।আর এলাকায় বাড়ছে চুরি, ঢাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা।
প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।মাদক সেবন কারীরা রতনগঞ্জ স্কুল ঘেট,যোচনের বাড়ির সামনে সিড়ি ঘাটে,ও আকরাম কাজীর পুকুর চালায়, ত্রিমহনী বাজার সংলগ্ন ব্রীজের উপর ও আশপাশে। রতনগঞ্জ দক্ষিন পাড়া ও মাঠ পাড়া, পদ্দ ঠাকুরের ভিটা, খবিরপুলিশের ভিটা, কুটি রানীর ঝোরে ও খাদেমের (খাদু) পরিত্যক্ত ভিটা তে চলে দিন ভর গাঁজা, ইয়াবা সেবন ও জুয়া ফ্লাস খেলা। অদৃশ্য হাতের ইশারায় চলে এই ব্যবসা।
তাই এলাকার বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই এর মতো অনেক ঘটনা…তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পদক্ষেপ নেওয়ার জন্য।