শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়ায় মাছবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসির আলী(৫০) নামে এক মোটর সাইকেল আরোহী মৃত্যুহয়েছে।
এ ঘটনারপর স্থানীয় লোকজন মাছসহ ট্রাকটি আটক করেছে। মঙ্গলবার (২ জুলাই)-২০২৪ইং দুপুর আনুমানিক ৩ ঘটিকায় পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারস্থ মধ্যপাড়ায় মর্মান্তিক এ দূর্ঘটনার শিকার হন। নিহত নাসির ধোকড়াকুল এলাকার মকসেদ আলীর ছেলে বলে স্থানীয় ভাবে পরিচয় জানা গেছে।
প্রত্যক্ষর্দশীরা জানান, নিহত নাসিরের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। সে বাড়ী থেকে মোটরসাইকেলে দোকানে আসার সময় ধোকড়াকুল বাজারে আসলে তাহের পুরের দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ভাবে আটকৃত ট্রাক ও ড্রাইভারকে থানায় নিয়ে এসেছি এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com