বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়া উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাসিক মেয়র ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম।
সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর মনসুর রহমান, পবা-মোহপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
সম্মেলনের সঞ্চালনায় ছিলেন- সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষে প্রধান অতিথি উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে খ,ম শাহারিয়ার রহিম কনকের নাম ঘোষনা করেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com