বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচন উপলক্ষে লটারী অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোঃ মঈন উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ। তিনি তার বক্তেব্যে বলেন, উন্মুক্ত লটারীতে কৃষকেরা যাতে সরকারী নির্দেশ মোতাবেক ধান দিতে পারে সে দিকে আপনাদেরকে সজাক থাকতে হবে। কোন অ নিয়ম হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকতা মাহমুদ মোঃ ইমরান, মাদিলাহাট খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী, মুক্তিযোদ্ধা ইছার উদ্দীন, উপজেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা অমরেশ রায় চৌধুরী, ফুলবাড়ী চাল কল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী সামসুল মন্ডল, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সাংবাদিক মোঃ আল আমিন বিন আমজাদ, মাই টিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভূট্টু সহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com