মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া যাওয়ার রাস্তা ২০নং রেলব্রীজ সংলগ্ন রেলক্রসিং অরক্ষিত। দূর্ঘটনা বাড়ছে। গত কয়েক বছরে
রেলক্রসিংয়ে প্রায় ৭জন নিহত হয়। দিনাজপুরের ফুলবাড়ী থেকে ৩ কিলোমিটার দূরে বড়পুকুরিয়া বাজারে যাওয়ার রাস্তার মধ্যবর্তী স্থান দিয়ে রেল লাইনটি চলে যাওয়ায় সেখানে রেলক্রসিং মোড় রয়েছে। সেখানে গত কয়েক যুগ ধরে গার্ড না থাকায় সেখানে যানবাহন পারাপারে দূর্ঘটনা বাড়ছে।
২০২২ সালে রেলক্রসিং এ ঐ স্থানে রেল দূর্ঘটনায় দুই জন নিহত হয়। যার ফলে সেখানে চরম নিরাপত্তার অভাব। রেল ক্রসিংয়ে গার্ড না থাকায় আউটগোয়িং পথে রেল কখন আসছে কখন যাচ্ছে অনেকে যাতায়াতের সময় বুঝতে পারেনা। হঠাৎ করে ভারী যানবাহন রেল ক্রসিং পার হতে গেলে গাড়ী বন্ধ হয়ে গেলেও দূর্ঘটনা ঘটছে।
এভাবে দীর্ঘ কয়েকযুগ ধরে সেখানে কোন রেলওয়ে বিভাগ থেকে রেলক্রসিং নিরাপত্তার গার্ড নাই। এ বিষয়ে ফুলবাড়ী স্টেশন মাস্টারের সাথে কথা বললে তিনি জানান, জনবল সংকটের কারণে সেখানে রেল ক্রসিংয়ে লোকবল নিয়োগ করা হচ্ছেনা। সরকারি ভাবে লোক নিয়োগ করা হলে অবশ্যই সেখানে লোক নিয়োগ দেওয়া সম্ভব হবে।
ঐ এলাকার মোঃ আবুল কাশেম জানান, দীর্ঘ কয়েক যুগ ধরে ২০নং রেলব্রীজ সংলগ্ন রেলক্রসিংটি অরক্ষিত হয়েছে।
এখানে রেল বিভাগ থেকে কোন নিরাপত্তা গার্ড নেই। যার কারণে বারবার এখানে রেল দূর্ঘটনা প্রায় ঘটতে থাকে। এ ব্যাপারে এলাকাবাসী অতি দ্রুত এই রেলক্রসিংয়ে নিরাপত্তা গার্ড নিয়োগের দাবি জানিয়েছেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com