শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক মোঃ মোত্তালেব হোসেন এর নের্তৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (রংপুর বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত) ও রংপুর মহানগর যুবলীগের অন্যতম যুব নেতা সাজ্জাদ বিন আলম সৌরভ। আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের রংপুর মহানগর শাখার নব-নির্বাচিত নের্তৃবৃন্দ।
সাজ্জাদ বিন আলম সৌরভ বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সংগঠন পাশাপাশি সামাজিক কাজের মাধ্যমে রাজনৈতিক চর্চা করাই এই সংগঠনের লক্ষ্য। সামাজিক কাজের মাধ্যমে রাজনৈতিক চর্চা করলে তৈরি হবে আগামী দিনে যোগ্য নেতৃত্ব।