মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বড়ভিটায় বাইপাস রোড চাই না মেইন রোড ছয় লাইন চাই। কয়েক ঘন্টা ব্যাপী মানববন্ধনে হাজার হাজার জনগণ। জনগণেরএই দাবী মানতে হবে। মানতে হবে। বাইপাস রোড চাই না, চাই না। এই মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেয়। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা রড়ভিটা একটি ছোট ইউনিয়ন একটি মবস্বল এলাকা। জনসংখ্যা প্রায় ২৫ হাজার। এই বড়ভিটা ইউনিয়নের উপর দিয়ে রংপুর টু জলঢাকা- ডালিয়ার রাস্তা। আগে এই রাস্তাটি ছয় লাইনে উন্নীত করা প্রয়োজন।
কিন্তু তার আগেই মেইন রাস্তার সাথেই বাইপাস রাস্তা ছয় লাইন করার জন্য এশিয়ান হাই ওয়ের লোকজন জমি অধিগ্রহণের জন্য জমি মাফ যোগ শুরু করেছেন। বাইপাস রাস্তায় মাফে যে জমিগুলো যাচ্ছ, অসহায়- দিন মজুরদের বসতবাড়ী, গুটিকয়েক ছাদঢালাই ও, টিনসেট পাকা বাড়ী, পাশাপাশি স্কুল, কবর স্থান ও অনেক আবাদী জমি।
মানববন্ধনে বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম রেজা বলেন- বাইপাস হল একটি রাস্তা বা মহাসড়ক, যা কোনও অন্তর্নির্মিত অঞ্চল, শহর বা গ্রাম এড়িয়ে বা “বাইপাস” করে, স্থানীয় ট্র্যাফিকের হস্তক্ষেপ ছাড়াই যানবাহন চলাচল করতে দেয়, বিল্ট-আপ অঞ্চলে যানজট হ্রাস করতে এবং রাস্তার সুরক্ষা উন্নত করতে পারে। ট্রাকগুলির জন্য বিশেষভাবে মনোনীত একটি বাইপাসকে ট্রাক রুট বলা যেতে পারে। তিনি এই বাইপাস সড়কের বিরোধিতা করে বলেন, মেইন সড়কের দুইপাশে অনেক জমি, সরকার মেইন সড়কটি ৪ লাইন কেন এখানে ছয় লাইন করতে পারে।
এখানে কোন সমস্যা নাই। সমস্যা হচ্ছে বড়ভিটার মতো একটি গ্রাম্য এলাকায় অনেকগুলো রেকর্ড ভুক্ত বাইপাস রাস্তা রয়েছে। ওইগুলোর সংস্কার না করে জনগণের ক্ষতিসাধন করে জমি অধিগ্রহণ করে এখানে নতুনভাবে বাইপাস করার প্রয়োজন মনে করি না। এই সরকার উন্নয়নমুখী সরকার। এই সরকার ক্ষমতায় থাকাকালীন উলুবনে মুক্তা ছড়ানো আমরা বরদাস্ত করতে পারি না। আমরা বাইপাস সড়কের তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি এই এলাকার দীর্ঘ দিনের দাবী মেইন সড়ক ছয় লাইন চাই। প্রয়োজন ছাড়া জনগণের ক্ষতি করে বাইপাস রাস্তা বন্দ করো করতে হবে। এই এলকার জনগণ মেনে নিবে না।
সবার একটাই দাবী আমরা বাইপাস রাস্তা চাই না, মেইন সড়ক ছয় লাইন রাস্তা চাই। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত জনগণের পক্ষে বাইপাস রাস্তা চাই না, মেইন রোড ছয় লাইন চাই বাস্তবায়ন কমিটি গঠিত হয়। বাস্তবায়ন কমিটি এক সপ্তাহের মধ্যে উপজেলা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিবেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com