শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে ট্রলি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. দুলাল ফরাজির সহধর্মিনী শিল্পী বেগমের(৩৮) মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০শে মার্চ রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সামনে, কাছিপাড়া চৌমুহনী বাজার সড়কে, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এবং পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং কাছিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, স্থানীয় সুধী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, আনার কলি মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম(হারুন), পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার সুপার আ,খ,ম শহিদুল ইসলাম,কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.বাবুল আক্তার,কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ,কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোরহাব হোসেন হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার সহ অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ি চালাতে না দেওয়া,বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করা, মাদকসেবীদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব না দেয়া এবং অবৈধ যান্ত্রিক (ট্রলি) মাহিন্দ্র গাড়ি রাত ৮ থেকে ভোর ৪টা পর্যন্ত চালানোসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন এবং সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯.৪০ মিনিটের দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া -বাহেরচর মেইন সড়কের মধ্যস্থানে সামসুল হক মেম্বার এর বাড়ির সামনে অটোরিকশা ও মাহিন্দ্রা মুখোমুখি সংর্ঘষ ঘটলে রিকশা থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হন আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ দুলাল ফরাজির সহধর্মিনী শিল্পী বেগম(৩৮)।
এছাড়াও গত ২১শে জানুয়ারী ২০২২ইং তারিখ কাছিপাড়া চৌমুহনী বাজারের মাঝখানে ঘাতক ট্রলির চাপায় শাহাজাহান হাওলাদার নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান এবং ২০২০ইং সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম মোটরসাইকেল – ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই মারা যান।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com