শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর পাঁচখোলা ইউনিয়ন আওয়ামীলীগ ও শেখ করিমন হাফিজউদ্দিন স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮শে এপ্রিল বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক শেখ করিমন হাফিজউদ্দিন স্কুল এন্ড কলেজের হলরুমে দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশুনায় মন দিতে হবে। বিগত দুই বছর করোনায় শিক্ষার্থীদের পড়াশুনায় বেশ ক্ষতি হয়েছে। সেটা এখন পুষিয়ে নিতে হবে। এজন্য শিক্ষকদেরও মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ দরকার আছে। খেলার মাঠ ছাড়া ছেলেমেয়েদের বিকাশ হবে না। এছাড়াও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলেরই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের শিকদার এর সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা যুব লীগের সভাপতি আতাহার সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দিদার শিকদার, প্রধান অতিথির পরিবারবর্গসহ অনেকেই। আলোচনা সভা শেষে দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com