বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুণর্গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের পীরগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান জুয়েল। তিনি ইতিপূর্বে প্রেসক্লাবের সহঃ সভাপতি ছিলেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এক জরুরী সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির ১নং সদস্য আবদুল্লাহীল বাকী বাবলু। সহঃ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শাহ মোঃ সাদা মিয়া।
এছাড়াও ২টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির পীরগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান ও দৈনিক দেশের কন্ঠের মশফিকুর রহমান পল্টন। গত ২৩শে মার্চ পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের মৃত্যুতে সভাপতি পদটি শুন্য হলে প্রেসক্লাবের সাধারন সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন সাধারন সম্পাদক মাযহারুল আলম মিলন (দৈনিক সমকাল), যুগ্ম সাধারন সম্পাদক আনযারুল হক (দৈনিক মানবজমিন), সাহিত্য ও দপ্তর সম্পাদক বখতিয়ার রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ), কার্যকরী সদস্য আবদুল্লাহীল বাকী বাবলু (দৈনিক যুগের আলো) ও হাসান আলী প্রধান (দৈনিক বাংলাদেশ সময়)। এ কমিটি পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com