রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের সিনিয়র সাংবাদিক, লেখক, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক, দৈনিক দাবানল, দৈনিক যুগের আলো ও দৈনিক পরিবেশের সাবেক বার্তা সম্পাদক, বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর জেলা শাখার সাধারণ সম্পাদক, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর ও ফিরেদেখা সংগঠনের উপদেষ্টা, রংপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আফতাব হোসেন গুরুতর অসুস্থ হয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আফতাব হোসেন এর মৃত্যুতে বিভিন্ন সাহিত্য-সামাজিক, সংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মরহুমের নামাযে জানাজা আজ (১৮/১০/২২) বাদ আছর নবদীগঞ্জ বাজার সংলগ্ন ঈদগাহে অনুষ্ঠিত হবে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পূর্ণ হবে।