বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
গত ২১ ফেব্রুয়ারি দক্ষিণ গোয়ার একটি হোটেলে বিয়ে করেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি। পঞ্জাবি রীতি মেনেই বিয়ে সারেন তাঁরা।
দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেক তারকা। বিয়ের এক মাস পর নতুন জীবন নিয়ে কথা বলেছেন রাকুল। জানিয়েছেন, বিয়ের পর তাঁর জীবন কতটা বদলেছে।
বিয়ের পর থেকেই চর্চায় রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। বলিউডের এই নতুন দম্পতির বিয়ের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।