বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশের ন্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক রাজধানীতেও যথারীতি অভিযান চলমান রয়েছে।
এর’ই ধারাবাহিকতায় রাজধানীর নয়াবাজার এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইমান হোসেন, মোঃ জুম্মন মোল্লা ও মোঃ নুর হোসেন মোল্লা। এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ ঘটনায় ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ১১ই ডিসেম্বর ২০২১ইং সন্ধ্যা পণে ৬ ঘটিকার দিকে বংশাল থানার নয়াবাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ইমান, জুম্মন ও নুর হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা উদ্ধারকৃত প্রাইভেটকার ব্যবহার করে কৌশলে দেশের সীমান্তবর্তী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে মর্মে আজ রবিবার (১২ ডিসেম্বর) ২০২১ ইং পুলিশের এ কর্মকর্তা জানান।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম (সেবা) এর সঠিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি সফলতার সহিত পরিচালিত হয়।