রবিবার, ১৩ Jul ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) চারু বালা(৭৮) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছেন। মৃতঃ চারু বালা পূর্ব বাচোর গ্রামের মৃতঃ খগেন্দ্র রায় নাথের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, চারু বালা মানসিক ভারসাম্যহীন রোগে বেশ কিছু দিন ধরে ভুগতেছিলেন। গতকাল রাতে প্রতিদিনের মতো খেয়ে দেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। পরে সকলের অগোচরে ঘরের শরের সাথে লাইলন রশি দিয়ে গলায় ফাঁস দেয়।পাশবর্তী ঘরে থাকা তাঁর মেয়ে রাত আনুমানিক ১২ ঘটিকায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসী ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করে। এ সময় রাণীশংকৈল এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি, পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।