মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন মঙ্গলবার (১৭ অক্টোবর) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পুরুষ শিক্ষক প্রতিনিধি পদে সহকারি অধ্যাপক শাহ্ আলম, প্রভাষক সফিকুল ইসলাম শিল্পি, প্রভাষক কামাল হোসেন এবং মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য পদে প্রভাষক তৌহিদা পারভীন ও প্রভাষক সাইয়েদা উম্মুল খায়ের প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ৯৬ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোট প্রয়োগ করেন। ফলাফলে শাহ্ আলম ৬৪ ভোট, কামাল হোসেন ৫৯ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম শিল্পি পেয়েছেন ৪১ ভোট। অপরদিকে তৌহিদা পারভীন ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাইয়েদা উম্মুল খায়ের পেয়েছেন ৩০ ভোট। নির্বাচন পরিচালনা করেন অধ্যক্ষ জাকির হোসেন, করনিক গোলাম রব্বানী ও মতলেবুর রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ জাকির হোসেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com