রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী র্যাব, আর্মি, বিজিবিসহ বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-সিআইডি-পুলিশ আবার সেনাবাহিনীরও সাবেক সদস্য পরিচয় দানকারী একজন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হন, বাংলাদেশ র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
ঘটনা সুত্রে জানা যায়- কখনও র্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, চাকরি দেওয়া-বিদেশ পাঠানোর নামে আবার পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সাথে প্রতারণার অভিযোগে আজ শুক্রবার (৬ মে) রাত্রি ১-টার সময় আলমগীর হোসেন নামে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান- গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৫০) জেলা শহরের সওদাগর পাড়ার সওদাগর শেখের ছেলে। প্রত্যারণামূলক ভাবে র্যাব সদস্য পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় অভিযোগ করেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি।
অভিযোগ পেয়ে কোম্পানির উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে অনুসন্ধানে নামে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ দল।
অভিযোগের সত্যতা পেয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাত ১-টার দিকে জয়পুরহাট শহরের খঞ্জনপুর চৌরাস্তা সংলগ্ন জনৈক আশরাফুল ইসলামের সেলুনের সামনে অভিযান চালিয়ে প্রতারক আলমগীর হোসেন(৫০)-কে গ্রেফতার করা হয়।
উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান- গ্রেফতার আলমগীর হোসেন বিভিন্ন সময় র্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাকরি দেওয়া ও বিদেশ পাঠানোর নামে আবার পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায় করত।
অভিযানের সময় আলমগীর হোসেনের নিকট থেকে যথাক্রমে, (ক) ১টি সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, (খ) ১টি ভুয়া সিআইডির কার্ড, (গ) র্যাবের পোষাক পরিহিত ২ কপি পার্সপোর্ট সাইজের ছবি, (ঘ) ২টি চেকের পাতা, (ঙ) ১টি মোটরসাইকেল, (চ) নগদ ৭৬০০/- (সাত হাজার ছয়শত) টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত প্রতারক আলমগীরের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান- র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ।
র্যাবের পক্ষ থেকে ইতোমধ্যেই অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।