শুক্রবার, ২০ মে ২০২২, ০৩:৪১ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক, হ্যাকার, ছিনতাইকারীসহ কালোবাজারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীতে গতকাল শুক্রবার ১৪ই জানুয়ারী ২০২২ইং দিবাগত-রাত পৌনে ১১টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার কদমতলী থানাধীন কদমতলী জোড়া খাম্বা এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে আনুমানিক ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৯৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর নাম মোঃ মামুন(৩৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে যথাক্রমে, (ক) মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান, (খ) ১টি মোবাইল ফোন, (গ) মাদক বিক্রয়ের নগদ- ১১,৪১৫/- (এগার হাজার চারশত পনেরো) টাকা উদ্ধার মূলে জব্দ করা হয়।
আজ শনিবার ১৫ই জানুয়ারী ২০২২ইং দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান- শুক্রবার ১৪ই জানুয়ারী রাত পৌনে ১১টায় র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন কদমতলী জোড়া খাম্বা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে উপস্থিত সাক্ষী গণের সম্মুখে জবানবন্দি প্রদান করে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।