সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্তৃক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বেলা ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় শফি মিয়া মর্ডান মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রয়ী শহিদ মিনার চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি ইছরারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি শ্রীমতি শিল্পি রাণী রায় সাধারণ সম্পাদক রোমানা ফেরদৌসী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, সিনিয়র সহঃ সভাপতি আসাদুজ্জামান চিলু, সহঃ সভাপতি রাশেদুর রহমান রাশেদ, কৃষক লীগের সভাপতি মিথুন কুমার রায়, ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু, সাধারণ সম্পাদক জেভিসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
এসময় বক্তাগন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনাক হত্যার হুমকিতে দলটির (বিএনপি‘র) প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবানের মধ্য দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।