দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নূরুল ইসলাম আজ বুধবার ১৮ই জানুয়ারি সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ভগ্নিপতি পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রফেসর নূরুল ইসলামের এক ছেলে ও তিন মেয়ে এবং স্ত্রী রয়েছে। তার ছোট মেয়ে লিজা আক্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পুলিশ সুপার (এসপি) পদে কর্মরত। সন্তানদের মধ্যে বড় মেয়ে মনি পটুয়াখালীর দুমকি মৌকরন ডঃ আতাহার আলী করিগরি কলেজের অধ্যক্ষ। মেঝ মেয়ে মুক্তা ঢাকার তেজগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং একমাত্র ছেলে প্রকৌশলী।
অধ্যাপক একে আজাদ জানান- আমার সুম্বন্ধী অধ্যক্ষ প্রফেসর নূরুল ইসলাম ব্রেইন স্ট্রোক করেছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মার যান।
আজ বাদ মাগরিব পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জানাজা শেষে পারিবারিক করস্থানে তার মরদেহ দাফন করা হবে। এই গুনীজনের মৃত্যুতে পরিবার, স্বজনসহ এলাকায় বইছে শোকের মাতম। মরহুমের রুহের মাগফিরাত কামনায় তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।