তাপস রায়- তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ২নং জুম্মাপাড়া গ্রামের এক হতদরিদ্র অসহায় কৃষক আনিছুল হক। সমকালিন শ্রম বাজারে শ্রমিক মজুরী বেশী হওয়ায় তার কষ্টার্জিত ১২ শতাংশ ফসলি জমির ধান কাটতে পারছিল না। এ পরিস্থিতিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়ে যায় এই অসহায় কৃষক। কৃষকের সমস্যা বিবেচনায় তার পাশে দাড়িয়েছেন তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ২নং জুম্মা পাড়ার আনিসুল হকের ধান ক্ষেতে উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তাদের নির্দেশে হাড়িয়ারকুঠি ইউনিয়ন সহকারী আনসার ও ভিডিপি কমান্ডার নারায়ণ চন্দ্র রায়ের নেতৃত্বে ১৫-১৬ জন আনসার সদস্যদের নিয়ে এই ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন হাড়িয়ারকুটি ইউনিয়নের আনসার ভিডিপি সদস্যরা।
সুবিধাভোগী কৃষক আনিসুল হক জানান, শ্রমিকের মজুরি বেশি হওয়ায় আমি ফসলি পাকা ধান কাটতে পারছিলাম না। আনসার সদস্যরা স্বপ্রনোদিত হয়ে আমার এই ধান কেটে দিয়ে ঘর পর্যন্ত তুলে দেয়। এতে আমি ও আমার পরিবার উপকৃত হয়েছি।
হাড়িয়ারকুটি ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার নারায়ণ চন্দ্র রায় বলেন, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্যারের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে ঘর পর্যন্ত তুলে দিয়েছি। এসময় আমার আনসার সদস্যরা আনন্দের সাথে ধানকাটার কাজ করেছি। এলাকার দরিদ্র কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে। এ ধরনের সেবামূলক “স্বেচ্ছাসেবী কাজ” আগামীতেও চলমান থাকবে। কারো অর্থাভাবে ধান কাটা বন্ধ থাকলে, আমাদের বললে আমরা তা বিনা পারিশ্রমিকে করে দেবো।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমান বলেন -তারাগঞ্জে কৃষকেরা শ্রমিক সংকটে ভুগছেন। হাড়িয়ারকুঠির ওই অসহায় কৃষকের কথা শুনে আনসার ভিডিপি সদস্যরা স্বেচ্ছায় ওই কৃষকের ধান কেটে দিয়েছেন।আমাদের এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।