শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
মোস্তফা মিয়া- নিজস্ব প্রতিনিধি.
শহীদ বীর আবু সাঈদরা সব সময়, সব এলাকায়ও জন্মায় না, শহীদ আবু সাঈদ বীর আপনাদের এলাকায় জন্মাইছে এজন্য আপনারা ভাগ্যবান, সবাই আবু সাঈদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন কবরের আজাব মাফ করে, আল্লাহ যেন বেহেস্ত নসীব করে, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে, আবু সাঈদ যে বীর তার বীরত্ব বলে শেষ করা যাবে না।
সোমবার (২ ডিসেম্বার) দুপুরে পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারতে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা আবু সাঈদের নামে ফাউন্ডেশন তৈরি করছেন, এ ফাউন্ডেশনে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগবে আমরা তা করবো।
আবু সাঈদ হত্যা মামলায় ৩ জন আসামী গ্রেফতার হয়েছে,এ মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানী শুরু করবো, অন্যান্য আসামী যারা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টি ফাই করতে পারেন, আমার পুলিশ আইডেন্টি ফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে, কাউকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, একটা ঝড় ঝাপ্টার পরেও ঘর রিপেয়ার করতে সময় লাগে,একেবারে সাথে সাথে যদি বলা যায় ঝড়ের আগে আমার ঘরটা এরকম ছিল, সেটা কি হয়ে যায় ? সময় লাগে, আমাদেরও কিছু সময় দিতে হবে।
আমাদের এমন কিছু নাই যে বলবো আর হয়ে যাবে, এজন্য আমাদের একটু সময় দেন, আগের থেকে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আস্তে আস্তে আরও উন্নতি হবে। সোমবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জস্থ মেরিন একাডেমীতে অবতরণ করেন তিনি। পরে সড়কপথে বাবনপুরে যান।
এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, ওসি এমএ ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।