বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলা জামায়াতের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দই বাজার মোড়ে এসে শেষ হয়।
উক্ত মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেফতারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচীকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।
অবিলম্বে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মী এবং গ্রেফতারকৃত অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।