Wednesday, April 24, 2024
Homeসাহিত্য কথাআমি হতে চাই

আমি হতে চাই

আমি হতে চাই
মোঃ জাহাঙ্গীর আলম

আমি হতে চাই, প্রভাতের সূর্য
পাহাড় সমান বুকে ধর্য্য।
আমি হতে চাই,লড়াকু হিং-স্র
ধর্ষ-ক করি সব ধ্বং-স।।

আমি হতে চাই সত্যের সঙ্গি
নিকে-শ করিতে পারি জ-ঙ্গি।
আমি হতে চাই সাহসী যোদ্ধা-
দেশপ্রেমী পেলে করি শ্রদ্ধা।।

আমি হতে চাই নির্ভীক ভক্ত,
দেশের তরে দিব রক্ত।
আমি হতে চাই ন্যায়ের সঙ্গ
মিথ্যা আইন করি ভঙ্গ।।

আমি হতে চাই বিজয়ী দৃশ্য,
মাদক পুড়িয়ে করি ভৎর্স।
আমি হতে চাই নির্ভয় বীর,
ছিড়িতে পারি ধর্ম-দ্বেষীর শির।।

আমি হতে চাই অস্থির পরার্থ,
তারুণ্য গড়িতে পারি ভূতার্থ।
আমি হতে চাই পুষ্পের গন্ধ,
মুছে দিব জগতের মন্দ।।

আমি হতে চাই গগনের বৃষ্টি,
নিত্য নব্য করি সৃষ্টি।
আমি হতে চাই বিদায়ী কান্না,
বিলিয়ে দিব সুখের বন্যা।।

আমি হতে চাই নিশিত প্রার্থনা
করি না কাউরে ভর্ৎসনা।
আমি হতে চাই স্বর্গীয় ফুল,
ক্ষমা করি সকলের ভুল।।

আমি হতে চাই,
নিষ্ঠুর প্রতি-ঘাতী।
যখন দেখি হায়েনা দ্বারা
নিপীড়িত হয় যদি জাতি।।

তাই! আমি হতে চাই-
দেশের তরে যুদ্ধের ময়দান।।

এখন তবে অপরাধী সবে-
হও হুশিয়ার- সাবধান।
সাবধান- সাবধান- সাবধান!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments